নিজস্ব প্রতিবেদক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শীর্ষ ক্যাডার মাফিয়া ডন আগষ্টিন পিউরিফিকেশন একাধিক খুনের মামলার আসামী হওয়া সত্ত্বেও এখনো প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছেন। তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কারা এ নিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে নানা জল্পনা কল্পনা। পতিত আওয়ামী সরকারের আমলে নানা অপরাধে জড়িত কতিপয় অসৎ পুলিশ সদস্য বর্তমানে তার রক্ষাকবজ হিসেবে কাজ করছেন বলে জানাগেছে।
সূত্রমতে,আগষ্টিন পিউরিফিকেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক অন্তত: তিনটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তালিকাভূক্ত আসামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি উস্কানী প্রদানসহ অর্থায়ন করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছেড়ে পালালেও তিনি সমবায়ে দখলদারিত্ব বজায় রাখার পাশাপশি সভা সমাবেশ করে বেড়াচ্ছেন। পুলিশের হাত থেকে গ্রেপ্তার হওয়া থেকে;ডিবি বনানী জোনের পরিদর্শক নাজমুল হক তাকে রক্ষা করছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করছে। নাজমুল হক ডিবির পলাতক সাবেক কমিশনার হারুনের খুবই আস্থাভাজন। হারুনের নানা অপকর্মের সুবিধাভোগীও ছিলেন নাজমুল হক। পরিদর্শক নাজমুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৈশাচিক কায়দায় দমনে মুখ্য ভূমিকা পালন করেছেন। অন্যদিকে নাজমুল হক আগষ্টিনের ব্যবসায়িক অংশিদার বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। প্রতিপক্ষ নিরীহ মানুষদের নাজমুলের সহায়তায় আগষ্টিন মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানী করেন।
আওয়ামী লীগের প্রেতাত্মা আগষ্টিন পিউরিফিকেশনকে কতিপয় পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তারা আশ্রয় প্রশ্রয় দেয়ায় সমবায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অশিক্ষিত অতি চতুর আগষ্টিন নিজেকে রক্ষার জন্যে রাজনৈতিক ডিগবাজি দেয়ার চেষ্টা করছেন। দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর কার্যালয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের যে ম্যূরাল স্থাপন করেছিলেন; আওয়ামী সরকারের পতনের পর সেই ম্যূরাল আবার ভেঙ্গে ফেলেছেন। নাজমুল হকসহ কতিপয় পুলিশ সদস্য ও আহসান কবিরসহ সমবায় অধিদপ্তরের কতিপয় অসৎ কর্মকর্তাদের কালবের রিসোর্টে নিয়ে নিয়মিত নানা বিনোদনের ব্যবস্থা করছেন।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমবায়ী ক্ষোভ প্রকাশ করে প্রতিবেদককে বলেন, আগষ্টিন পিউরিফিকেশনের মত একজন মাফিয়া ডন এবং খুনী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহোচরকে কোন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় দেয়া একদম ঠিক হবেনা। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। পলাতক কামালের সহোচর আগষ্টিন একাধিক হত্যা মামলার আসামী। তাই তাকে পুলিশে সোপর্দ করার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও সমবায় অধিদপ্তরের দুর্নীতির বরপুত্র খ্যাত অতিরিক্ত নিবন্ধক আহসান কবিরের সহায়তায় আইন-আদালত পদদলিত করে; দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) ও দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: দখল করেছিল। আওয়ামী সরকারের পতনের পরও প্রশাসনের কতিপয় আমলার আশ্রয়ে এখনো সমবায় সমিতি দু’টি দখল করে রেখেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
Leave a Reply