ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন ‘মিনি হাসপাতাল’ হয়ে উঠেছিল। জাকের আলীকে যেতে হয় হাসপাতালে। সৌম্য সরকার চোট পেয়ে আর মাঠেই নামতে পারেননি। মোস্তাফিজুর রহমানকেও স্ট্রেচারে উঠতে হয় মাংসপেশীতে টান পড়ায়। ভাগ্যিস, রিশাদ হোসেন অমন ঝড় তোলা ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ চার উইকেটে ম্যাচ এবং ২-১ এ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয়।
সাদা বলের সিরিজ শেষ। এবার লাল বলের পরীক্ষা। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুক্রবার শুরু হবে সিলেটে। তার আগে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। ডান হাতের বৃদ্ধাঙ্গুলের হাড়ে চিড় ধরায় শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, টেস্ট সিরিজে পাওয়া যাবে না অভিজ্ঞ কিপার-ব্যাটার মুশফিককে।
ধারণা করা হচ্ছে, গত পরশু তৃতীয় ওডিআইতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। পরে এমআরআইতে ধরা পড়ে আঙুলের চিড়। বিসিবি গতকাল পর্যন্ত তার বিকল্প কে হবেন, তা জানায়নি। কোনো সন্দেহ নেই যে, লাল বলের দ্বৈরথে মুশফিককে না পাওয়া বাংলাদেশের জন্য একটি বিরাট ক্ষতি।
শ্রীলংকার বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে কার্যকর ভূমিকা ছিল মুশফিকের। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৩৫ রান। এরমধ্যে প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেছেন মুশি। ৮৮ টেস্টে ১০টি সেঞ্চুরিসহ ৫,৬৭৬ রান করা এই ব্যাটারের ১৭ টেস্টে তিনটি সেঞ্চুরি রয়েছে শ্রীলংকার বিপক্ষে।
Leave a Reply