টেস্ট দলে ফিরলেন লিটন, নতুন মুখ নাহিদ রানা
-
আপডেট সময়
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
-
৪৩
বার দেখা হয়েছে
ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও শেষ। এবার সামনে টেস্ট লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য আজ (সোমবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে নতুন মুখ ২১ বছর বয়সী ফাস্ট বোলার নাহিদ রানা। গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে না পারা লিটন দাসও ফিরেছেন স্কোয়াডে।
নাহিদ রানার টেস্ট দলে অন্তর্ভূক্তি চমক হলেও একেবারে অপ্রত্যাশিত ছিল না। ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটারের আশপাশের গতিতে বল করে নজর কেড়েছেন এই পেসার।
২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে নাহিদ রানা নিয়েছে ৬৩ উইকেট। এছাড়া আরেক প্রতিভাবান পেসার মুশফিক হাসানও আছেন টেস্ট দলে।
প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে জাতীয় দলের অন্যতম নির্বাচক আবদুর রাজ্জাক বলেছেন, ‘প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা। ছুটিতে থাকায় সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা লিটন দাস দলে ফিরেছে। সব বিভাগেই বিকল্প আছে। আমার মনে হয় কন্ডিশনের দাবি মেটাতে পারে, এমন দল আমরা করতে পেরেছি।’
নতুন মুখ নাহিদ রানাকে নিয়ে রাজ্জাক বলেছেন, ‘রানা সম্ভাবনাময়। সে এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে দ্রুতগতির বোলার এবং উইকেট থেকে তীক্ষ্ণ বাউন্সও আদায় করতে পারে। যদিও কেবল শুরু করল সে, তবে তার প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো। স্কোয়াডে মুশফিক হাসান নামে আরেকজন তরুণ পেসার আছে। এসব তরুণ পেসারদের জন্য অভিজ্ঞ হয়ে ওঠার এটাই সবচেয়ে ভালো সময়। কারণ চোটের কারণে এবাদত বাইরে এবং তাসকিনও এ মুহূর্তে টেস্ট খেলছে না।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজটি মাঠে গড়াবে ২২ মার্চ থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটেগরির আরও খবর
Leave a Reply