মিরপুরের এভিনিউ -৫ এর সবুজ বাংলায় ফের বেপরোয়া মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং প্রধান আশিক। মাদক ব্যবসা, হামলা, অস্ত্র নিয়ে মহড়াসহ নানা অপকর্মে জড়িত সে। সম্প্রতি মিরপুর আইডিয়াল স্কুলের শিক্ষক,মানবাধিকার কর্মী আল-আমিন গোলদারের বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক আলামিনের মাকে কুপিয়ে জখম করে আশিক এবং তার বাহিনীর লোকজন। এ সময় বাধা দিলে আলামিন ও তার পরিবারের আরো তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই কিশোর গ্যাং এর প্রধান আশিক মিরপুর ১১ নম্বর তালতলা বস্তির বাসিন্দা। গত কয়েক মাসে তার বিরুদ্ধে পল্লবী থানায় ৪টি হত্যাচেষ্টা,চাঁদাবাজি,মাদক মামলা ও একাধিক অভিযোগ জমা পড়েছে। তার দলে ৩০-৪০ জন সদস্য রয়েছে। তাদের আস্তানা মিরপুর ১১ নম্বর এফ ব্লকের তালতলা বস্তি। খবর নিয়ে জানা যায় আশিক তার বাবা ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা খালেকুজ্জামান জীবনের ক্ষমতায় এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে।
প্রতিপক্ষকে শায়েস্তা করতে তারা সব সময় রড, চাকু ইত্যাদি নিয়ে এলাকায় মহড়া দেয়। কয়েকদিন পূর্বে আশিক চাঁদা না পেয়ে লালমাটিয়া বাজারের এক ব্যবসায়ীকে প্রকাশে কুপিয়ে জখম করে এবং র্যাব কর্তৃক আটক হয়।পরবর্তীতে আশিক জামিনে বের হয়ে আরো বেপরোয়া আচরণ শুরু করে।
স্থানীয়রা জানান, আশিক, কানা রাব্বি,আলামিন সবুজ বাংলা এলাকার শীর্ষ মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের টাকায় খুব অল্প বয়সেই অগাধ টাকার মালিক বনে গেছে আশিক।
এলাকাবাসীর অভিযোগ- দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মিরপুরের যুবলীগ নেতা খালেকুজ্জামান জীবনের ছেলে আশিক। তার বাবা স্থানীয় এমপি ইলিয়াস মোল্লার অনুসারী হওয়ায় অনেকেই এড়িয়ে চলে তাদের। বাবার রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে। তাই দ্রুত তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply