নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, সাংবিধানিক ধারা মেনেই তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এ সময় দলের ভেতরে কোনো ধরনের বিভেদ নেই বলেও জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২০ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের সম্মান জানিয়ে রওশন এরশাদ দাঁড়িয়ে সবার সঙ্গে সংহতি প্রকাশ করেন।
রওশন এরশাদ বলেন, ‘নির্বাচন হতে এখনও অনেক দেরি আছে। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে এবং সে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।’
পার্টিতে কোনো বিভেদ নেই দাবি করে তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘পৃথক অনুষ্ঠান কি দ্বন্দ্ব প্রমাণ করে? দলীয়ভাবে নেতার জন্মদিন স্মরণ করে কর্মসূচি পালন করেছে, বিরোধীদলীয় নেতা হিসেবে আমিও দোয়ার আয়োজন করেছি। এতে কোনোভাবেই দ্বন্দ্ব বা বিভেদ প্রমাণ করে না।
‘হুসেইন মুহাম্মদ এরশাদের স্মৃতি নিয়ে তার দল এগিয়ে যাবে। তার রেখে যাওয়া দিকনির্দেশনা অনুযায়ী পার্টি চলবে। যারা তার নির্দেশনা অনুযায়ী চলবেন না, তাদের চলার পথ সুগম হবে না।’
জাতীয় পার্টি এরশাদের নিজস্ব পার্টি মন্তব্য করে রওশন আরও বলেন, ‘কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই পার্টি দাঁড় করিয়েছেন। তিনি আর আমাদের মাঝে নেই।’
এ সময় এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
নিজের অসুস্থতার বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আবার সুস্থ হয়ে ফিরে এসেছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ সোহেল রানা, বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাবেক উপদেষ্টা রফিকুল হক হাফিজ, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, সাবেক উপদেষ্টা অ্যাড. জিয়াউল হক মৃধা ও সাবেক ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু।