চুয়াডাঙ্গায় অঞ্জলি (৫৫) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর সংলগ্ন দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার এ হত্যাকাণ্ড ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অঞ্জলি খাতুন দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার গহেশের স্ত্রী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত মেঘনাথের মেয়ে।
ওসি জানান, এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে