চট্টগ্রামের সীতাকুণ্ডে ফিরোজ খান নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১টার পর ছোট দারোগার হাট বাজারের পশ্চিম পাশে লালানগর গ্রামের তাহের মঞ্জুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ খান (৩৫) উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
নিহত ব্যক্তির বড় ভাই মো শ্যামসাদ খান বলেন, ‘সরকার পতনের পর ফিরোজ খান এলাকায় ছিল না। গতকাল সে আমাদের এক বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুই দফায় হামলা চালিয়ে তাকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রথমে রাত ৮টার দিকে ১৫-২০ জন দুর্বৃত্ত হামলা করতে আসলে সে ঘরের পেছনে একটি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে রাত ২টার দিকে সেখান থেকে একটি সিএনজি অটোরিকশা করে বাড়িতে আসার চেষ্টা করে সে। কিন্তু পথে সিএনজিকে আটকে তাকে দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। খবর পেয়ে আমার বোন এবং আমার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, লালানগর এলাকায় স্বজনের বাড়ি থেকে ডেকে নিয়ে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে শুনেছি।
তিনি বলেন, পুলিশ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি।
ওসি মুজিবুর বলেন, মারা যাওয়া ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।