নিজস্ব প্রতিবেদক: রাজউকের অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় কেরানীগঞ্জের শাক্তা আরশিনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
এ সময় ৬টি ভবনে অভিযান চালিয়ে ৪টি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি ৫ ভবন মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা এবং আনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে রাজউকের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম ও ইমারত পরিদর্শক শুভ সাহাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।