নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারোয়ার। মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উত্তরার ১৫ ও ১৭ নম্বর সেক্টরে এ অভিযান পরিচালনা করে রাজউক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, অভিযানে নকশাবহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণসহ ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। একইসঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতিত ইমারত নির্মাণ না করে, সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- রাজউক জোন-৩/২ এর অথরাইজড অফিসার কায়সার পারভেজ, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।