স্পোর্টস ডেস্ক: প্রথম দুই টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে হার। সিরিজও হয়ে যায় হাতছাড়া। হিউস্টনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানোর, হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর।
এমন এক ম্যাচে এসে রেকর্ডগড়া জয় তুলে নিলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেলো ৫০ বল আর ১০ উইকেট হাতে রেখেই। উইকেটের হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল মিরপুরে ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে আফগানদের মাত্র ৭২ রানে গুটিয়ে ৯ উইকেটে জিতেছিল টাইগাররা।