দীর্ঘ দেড় যুগে আইপিএলের বদলে যাওয়া অবাক করে অশ্বিনকে। এ মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রবিচন্দ্রন অশ্বিন আইপিএল নিয়ে কথা বলেছেন ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলাপে আইপিএলের বিশালত্ব নিয়ে কথা বলেন তিনি।
অশ্বিন বলেন, ‘আমি যখন প্রথম আইপিএল খেলতে এসেছিলাম, ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে অনেক কিছু শিখতে পারব। আমি তখনো জানতাম না আইপিএল ১০ বছর পরে কোথায় যাবে। এত বছর ধরে খেলছি। আইপিএল বিশাল বড় প্রতিযোগিতা। ক্রিকেটের পাশাপাশি আরও অনেক কিছু আছে।
তিনি বলেন, ‘কখনো কখনো আমার মনে হয়, আইপিএল কি আদৌ ক্রিকেট? কারণ, এখানে ক্রিকেটকেই সবার শেষে রাখা হয়। এমনও সময় গেছে যখন আমরা বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে অনুশীলন করেছি। মাঠে অনুশীলনের সময়ই পাইনি।’