স্পোর্টস ডেস্ক
টেস্ট সিরিজ হেরেছে। এবার ওয়ানডে সিরিজেও শুরুতেই ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। শামি-সিরাজদের আগুনে গোলার সামনে পড়ে ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৮৮ রানেই গুটিয়ে গেছে স্টিভেন স্মিথের দল।
টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতেই ট্রাভিস হেডকে (৫) হারালেও একটা সময় বেশ ভালো অবস্থানে চলে গিয়েছিল অসিরা। স্টিভেন স্মিথ ২২ করে আউট হন, তবু ২০তম ওভারে ২ উইকেটে অস্ট্রেলিয়ার বোর্ডে রান ছিল ১২৯। সেখান থেকে চরম ধস।ওপেনার মিচেল মার্শ রীতিমত বিধ্বংসী চেহারায় হাজির হয়েছিলেন। কিন্তু তিনি ৬৫ বলে ১০ চার আর ৫ ছক্কায় ৮১ রানের ঝড় তুলে ফেরার পরই যেন মরক লাগে অসি ইনিংসে। ৫৯ রানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা।
ভালো অবস্থান থেকে হঠাৎ ধসে পড়ে ৩৫.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে জস ইঙ্গলিশের ২৬ ছাড়া মিডল আর লোয়ার অর্ডারের কেউ কিছুই করতে পারেননি।
মোহাম্মদ শামি মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। আরেক পেসার মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন ২৯ রান খরচায়। ৪৬ রানে রবীন্দ্র জাদেজার শিকার দুটি।