মোঃ মাসুদ মৃধা,
দীর্ঘদিন শিক্ষকতা জীবনে সঠিক দায়িত্ব পালন করে এবার অবসর জীবনে পদার্পন করলেন উত্তর কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এই মহৎপ্রাণ শিক্ষক হাবিবা সুলতানা ।
তাঁর শিক্ষকতা জীবনে নিজ হাতে গড়া হাজারো শিক্ষার্থীরা আজ বিভিন্ন বড় বড় পদে প্রতিষ্ঠিত। কর্মজীবনে তিনি বেশ কিছু ছাত্র-ছাত্রীদের বিপদে-আপদে আর্থিক সহযোগিতাও করেছেন। তিনি শুধু শিক্ষক নন একজন দানশীল ব্যক্তিও ছিলেন।
১৯৮৪ ইং সালে ১৬ই জানুয়ারি তিনি এই মহৎ পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে যত্নসহকারে প্রতিটি শিক্ষার্থীকে দায়িত্ব সহকারে
শিক্ষার আলো পৌঁছানের চেষ্টা করেন। তিনি শুধু একজন সৎ আদর্শবান শিক্ষকই ছিলেন না। ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকও। শাসনের পাশাপাশি প্রিয় স্নেহ-মমতায় শিক্ষার্থীদের সাথে বন্ধুর মত মিশতেন। যে কোন কাজে স্বতঃস্ফুর্ত ভাবে অগ্রণী ভূমিকা পালন করতেন।
শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ গ্রহণ করেন। বিদ্যালয়ে নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে তিনি সুপরিচিত এবং তিনি পুরস্কারও পেয়েছেন। উল্লেখ্য যে, তিনি ১৯৯৮ ও ২০১৬ সালে থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। ও
শিক্ষা বান্ধব এই শিক্ষককে আমরা হয়তো আর আগের মত করে পাবনা। তবে অনেকেরই মনে থাকবে। পরিশেষে ২৯-৬-২০২৩ তারিখে শিক্ষক হাবিবা সুলতানা অবসরে চলে যান। তাঁর অবসর জীবন আল্লাহ সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন আমিন ।