হিট নাইট নামক এই কয়টি শরীরে প্রচণ্ড ক্ষতি করে আমি নিজে তার সাক্ষী। আমি এই কয়েলটি রাতে জ্বালিয়ে ঘুমানোর সময় পুরো শরীর জ্বালাপোড়া করতে থাকে। ছোট বাচ্চা সহ তারা এই কয়েলটি ব্যবহার করেছেন। এ কয়টি আরো যারা ব্যবহার করেছে তখন আমি তাদের খোঁজ নিয়ে জানতে পেরেছি একই সমস্যায় তারাও পড়েছে প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। হিট নাইট এই কয়েলটি অতিরিক্ত পরিমাণে ক্ষতিকর কেমিক্যাল ধারা উৎপাদন করা হয়। যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার প্রমাণ আমি। ১৮/০৬/২০২৩ তারিখ রাতে আমি একটু দোকান থেকে হিট নাইট নামক কয়েলটি ক্রয় করি ।যখন রাতে জ্বালানো হয় এরপর থেকে শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করে। এক পর্যায়ে বুঝতে পারি নাই অবশেষে যখন আমার ফ্যামিলির ও একই অবস্থা তখন বিষয় নিয়ে আমি কথা বললাম হিট নাইট নামক প্রতিষ্ঠানের সাথে । তারাও আমাদেরকে জানালেন এরকম তারা আরো মানুষ ফোন দিয়ে তাদেরকে জানিয়েছেন যে কয়েলটি জ্বালানো পড়ে শরীরের জ্বালা পোড়া সৃষ্টি করে 6 মাস আগে একটি তারা এই কমপ্লেন টা পেয়েছেন ।কিন্তু কোন পদক্ষেপ না নিয়ে তারা মার্কেটে পণ্যটি বিক্রয় করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হিট নাইট নামক এই প্রতিষ্ঠানটি নজরদারি করার জন্য । যাতে এই কোয়েলটি ক্রয় করে কোন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।