সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)'র পরিচালিত ভাসা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা'র সভাপতিত্বে এরিয়া কো-অর্ডিনেটর দিপিকা দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইপিআর প্রোগ্রাম ম্যানেজার আবুল বরকত সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ২০১৬ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউটিউশন এবং প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন এর সহযোগিতায়, বরগুনা জেলার বেতাগী ও তালতলী উপজেলায় “ভাসা” প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভাসা প্রকল্প শিশুদের সুরক্ষায় একটি মহতী উদ্যোগ।এর মাধ্যমে তালতলী এলাকার সাধারণ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে সচেতন হয়েছে। আঁচল বা শিশুযত্ন কেন্দ্রে শিশুকে রাখার মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলো বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের মায়েরা নিশ্চিন্তে কাজকর্ম করতে পেরেছে। একইসাথে আঁচলের বিভিন্ন কার্যক্রম শিশুর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাঁতার শেখার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে সাঁতার জানা ব্যক্তি পানিতে কোনো বিপদে পড়লে আত্মবিশ্বাসের সাথে নিজেকে ও অন্যদের রক্ষা করতে পারে।