স্টাফ রিপোর্টার
মির্জাগঞ্জ থানা পটুয়াখালী জেলা মজিদবাড়ি ইউনিয়ন তারাবুনিয়া ১ নং ওয়ার্ড এর ব্যবসায়ী নয়ন আকন কে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেন। এই সময় নয়ন আকন তার দোকান বন্ধ করে ২ লক্ষ ৬৮ হাজার টাকা ও দুইটি স্বর্ণের আংটি নিয়ে বাড়ি যাবার পথে সন্ত্রাসীরা আক্রমণ করেন এবং তাকে কুপিয়ে জখম করে তার টাকা এবং স্বর্ণ নিয়ে পালিয়ে যান । পরবর্তীতে তাকে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাকে রেফার করে ঢাকা মেডিকেল হসপিটালে পাঠানো হয়। সন্ত্রাসীদের চিহ্নিত করে বাদি মোহাম্মদ আবুল কালাম আকন্দ পিতা:মৃত আমজেদ আকন পরবর্তীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মির্জাগঞ্জ থানায় । সন্ত্রাসীরা হলেন বিবাদী:১/মোহাম্মাদ বাবুল ফকির পিতা মৃত আজহার ফকির
২/মোঃ আলতাফ হোসেন আকন পিতা-মৃত মুজাফ্ফার আকন
৩/মোঃ সাকিব ফকির পিতা মোহাম্মদ বাবুল ফকির
৪/মোঃ আনসার আকন পিতাঃ মোঃ মৃত আজহার আকন
৫/মোহাম্মদ তাজুল হোসেন পিতা অজ্ঞাত শশুর আলতাব হোসেন আকন।
এই ঘটনায় নয়ন আকন ও তার পরিবার সহ গ্রামের মানুষ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী কাছে।