সোহরাব বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার, ১নং বদরখালী ইউনিয়নের,বদরখালী এলাকায় এক কৃষকের হাতে একটি ডোরাবাঘ আটক হয়েছে।
গতকাল গভীর রাতে স্থানীয় কৃষক হাসিব কাঠের বাক্সের ভিতরে একটি হাঁস ও একটি মুরগি রেখে ফাঁদ পেতে রাখে , ওই ফাঁদে বাঘটি আটক হয় , এতে আতঙ্কিত হয়ে পড়েন হাসিব ও তার পরিবার। খবর পেয়ে স্থানীয়রা দলবদ্ধ হয়ে ছুটে আসে।
স্থানীয়রা জানান, বাঘটিকে আটক করার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাসিব মিয়া সাংবাদিকদের বলেন কিছুদিন ধরে আমার হাঁস-মুরগি ছাগল পাওয়া যেত না , আমার মনে ধারণা হলো যে নিশ্চয়ই কোন কিছুতে এগুলো খেয়ে ফেলছে, তাই আমি কাঠের বক্স বানিয়ে ফাঁদ পেতে রাখি ,পরে সকালে উঠে দেখি ওই ফাঁদে একটি ডোরাবাঘ আটক হয়েছে। পরে আমি স্থানীয় লোকজনকে খবর দেই।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা বন্যপ্রাণী রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় প্রশাসনের কাছে বনাঞ্চলে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ২০-১২-২৪ ইং