বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা জেলা পুলিশের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব - ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ) সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের বাসভবনে বরগুনা জেলায় কর্মরত পুলিশ সদস্য ও জেলা বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের নিয়ে শীতকালীন পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব- ২০২৪ এর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক বরগুনা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার; মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),বরগুনা । এ সময় বরগুনা জেলার সরকারি অফিসের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণসহ জেলা পুলিশের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। পুলিশের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।