মব-মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতির দাবীকে প্রতিপাদ্য করে ঢাকায় ও সারাদেশে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
(১০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস এসময় বক্তব্য রাখেন প্রাধান আলোচক কামরুল ইসলাম বলেন জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান হতে হবে।
বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব সেহলী পারভীন তিনি বলেন
মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে, ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যারা কারাগারে মৃত্যু বরণ করেছেন, তারাসহ
এসব বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের ঘটনার মধ্যে নির্যাতনে হত্যা, ক্রসফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি, ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মাধ্যমে এসব ঘটনা সংঘটিত হয়েছে।
প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করবে। ঘোষণাপত্রের ৩০ অনুচ্ছেদে প্রত্যেকের অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল প্রতিটি জেলায় কমিটি ও অফিসের মাধ্যমে মতবিনিময়ের আয়োজন করা হয়। সব মানুষের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যক্রম গ্রহণ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান, সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, পরিকল্পনা সচিব নাজমুল হক খান, নীতিনির্ধারণী সদস্য ইলিয়াস আহমেদ আরো অনেকে। লজিস্টিক সাপোর্টে ছিলেন শেখ শাহানা বাসিরাত।