1. admin@somoy.com : admin :
  2. admin@dailyprotidinersomoy.com : Dailyprotidinervorofficial :
  3. shorafnews@gmail.com : shorafnews@gmail.com :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশঃ
আপনার বিজ্ঞাপন প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
সর্বশেষঃ
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘গেম খেলছেন’ নেতানিয়াহু: হামাস মুখপাত্র ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মনোনয়নের প্রার্থী সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মুসলিমদের হেদায়েত কামনায় শেষ হলো আখেরি মোনাজাত সাংবিধানিক ধারা মেনেই নির্বাচনে যাব : রওশন এরশাদ স্বাস্থ্য অধিদপ্তরে আওয়ামী লীগের হলেই পেতেন বিশেষ সুবিধা এডভোকেট ওয়াহিদুর রহমান জেসি’র মৃত্যুতে জাতীয় তরুণ পার্টির দো’আ মাহফিল।     রাজারহাটে ওয়ারেন্টভূক্ত ৮আসামী গ্রেফতার বরগুনার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুরি বাজারে উন্নয়নের নতুন দিগন্ত বরগুনার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুরি বাজারে উন্নয়নের নতুন দিগন্ত বরগুনার বদরখালীতে কৃষকের ফাঁদে ডোরা বাঘ আটক বরগুনার আমতলীতে খাবারের লোভ দেখিয়ে  ৯ বছরের প্রতিবন্ধি এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ বরগুনা জেলা পুলিশের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব – ২০২৪ অনুষ্ঠিত  ঢাকা ওয়াসার বিলিং সহকারী নাহিদের ভয়ঙ্কর মিশন! দেশব্যাপি হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন

ঈদের সিনেমা নিয়ে তুমুল প্রতিযোগিতা

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮৬ বার দেখা হয়েছে

ঢাকা

ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জটিল হচ্ছে ঈদের সিনেমার হিসাব–নিকাশ। এক দিকে সীমিত হল, অপর দিকে প্রথম সারির একাধিক তারকার সিনেমা—সব মিলিয়ে মনে হচ্ছে, ঈদের সিনেমা নিয়ে তুমুল প্রতিযোগিতা হবে। একাধিক প্রযোজক ও পরিচালক জানান, তাঁরা কেউই সিনেমা মুক্তি থেকে সরে আসতে চান না। সব মিলিয়ে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

ঈদের সিনেমা নিয়ে শেষ মুহূর্তের শুটিংয়ে ব্যস্ত ‘কিল হিম’ সিনেমার প্রযোজক ও পরিচালক ইকবাল। বর্তমানে তিনি সিনেমার নায়ক–নায়িকা অনন্ত–বর্ষা দম্পতিকে নিয়ে কাশ্মীরে গানের শুটিংয়ে রয়েছেন। রোজার শুরুতেই শাকিব খান ও জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’–এর শেষ তিনটি গানের শুটিংয়ে নামবেন বদিউল আলম। অন্যদিকে সিয়াম ও বিদ্যা সিনহার ‘অন্তর্জাল’ সিনেমার সব কাজ শেষ করেছেন দীপঙ্কর দীপন।ঈদে মুক্তির জন্য শিগগির সিনেমাটির সেন্সরে যাওয়ার কথা। পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘এখন আমাদের টিম পরিবেশকদের সঙ্গে কথা বলছে। সব চূড়ান্ত হচ্ছে। আগামী সপ্তাহ থেকে প্রচারে আসব। মুক্তির এই সিদ্ধান্ত পেছাব না।’

গত দুই বছর করোনার কারণে ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সিনেমা মুক্তি থেকে সরে আসেন প্রযোজকেরা। কিন্তু এবার ঝুঁকি নিয়েই ছবি মুক্তি দিতে চান প্রযোজকেরা।

যেমনটা বললেন ‘লাল শাড়ি’র পরিচালক বন্ধন বিশ্বাস, ‘আমরা ঈদেই মুক্তি দেব। অপু বিশ্বাসের সঙ্গে আমার টিমও সিনেমাটির হল বুকিংসহ মুক্তিসংশ্লিষ্ট কাজগুলো নিয়ে এগোচ্ছে। শুনছি, অনেক ছবি মুক্তি পাবে। সেটা নিয়ে ভাবছি না। আমরা মাল্টিপ্লেক্সের জন্য ছবিটি বানিয়েছি। সেভাবেই পরিকল্পনা করে এগোচ্ছি।’

জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন বলেন, ‘ঈদে আমাদের দুটি সিনেমা মুক্তি পাবে। এখন পর্যন্ত এটাই চূড়ান্ত হয়েছে।’

গত ঈদুল ফিতরে ‘গলুই’ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন শাকিব খান। প্রস্তুত থাকলেও এর মধ্যে শাকিবের কোনো সিনেমা মুক্তি পায়নি।এবার ঈদে শাকিব দুই ছবি নিয়ে হাজির হবেন। এর মধ্যে একটি ‘লিডার আমিই বাংলাদেশ’–এর প্রযোজক আশিকুর রহমান বলেন, ‘আমাদের সিনেমাটি ঈদে মুক্তি পাবে। সেভাবে সবকিছু প্রস্তুত রয়েছে।’ সিনেমাটির পরিচালক তপু খান বলেন, ‘আমরা প্রযোজনাপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রুত সিনেমাটির প্রচারে যাব। সিনেমাটি দর্শক ঈদেই দেখবেন। আমরা অন্য কোনো দুশ্চিন্তা করছি না।’

কিন্তু কিছু সূত্র বলছে, ঈদে শাকিব খান আর আগের মতো একক আধিপত্য ধরে রাখতে পারবেন না। নাম প্রকাশ না করার শর্তে একটি বড় প্রযোজনাপ্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, আমরা সিনেমা মুক্তি দেব। আমাদের পরিচিত হলগুলোয় অন্য কারও সিনেমা চালাতে দেওয়া হবে না। সে যেই হোক।’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা আলাউদ্দীন মিয়া বলেন, একসঙ্গে এত সিনেমা গত ২০ বছরেও কোনো ঈদে মুক্তি পায়নি। সিনেমার অবস্থা এমনিতেই ভালো না। পরিকল্পনা করে সিনেমাগুলো মুক্তি দেওয়া দরকার। সব সিনেমা মুক্তি পেলে বিশৃঙ্খলা তৈরি হবে।

গত বছর ‘পরাণ’ ও ‘হাওয়া’ ঢালিউডে সুবাতাস বইয়ে দিলেও সেই হাওয়া আর অন্য কোনো সিনেমায় লাগেনি। গত সাত–আট মাসে নিয়মিত সিনেমা মুক্তি পেলেও কোনোটাই আর লাভের মুখ দেখেনি।

চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঢালিউডের দুঃসময়ে ঈদই ভরসা, যে কারণে শেষ পর্যন্ত সবাই চাইবেন, ঈদে সিনেমা মুক্তি দিয়ে দুই–তিন সপ্তাহে বিনিয়োগ তুলে আনতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরও খবর