সোহরাব বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ওই মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহন করে।
সোমবার সকাল ১০ টায় আমতলীর ডাকবাংলো সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আ্ব্দুল আজিজ মিয়া, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ একেএম শাহআলম খান, বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আলমগীর তালুকদার, সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মৈতি, নির্জনা ও তনি প্রমুখ।
বক্তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামাম্দ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার জোর দাবী জানান।
সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে ।
Leave a Reply